গত বছরের ১৫ আগস্ট ম হে'ন্দ্র সিংহ ধোনির পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। ‘ক্যাপ্টেন কুল’ সেদিন সন্ধে ৭:৩১ মিনিটে বিদায় বার্তা জানিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেও অবসরের কথা জানিয়ে দেন উত্তর প্রদেশের এই মা'রকুটে বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু কেন এমন সি'দ্ধান্ত তিনি নিয়েছিলেন? প্রায় চার মাস পরে গো'পন কথা প্রকাশ্যে আনলেন তিনি।
রায়না বলেছেন,‘আমা'র মনে হয়েছিল ওটাই সঠিক সময়। আমা'দের বন্ধুত্ব অন্য পর্যায়ের। দেশ ও চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক ম্যাচ ও ট্রফি জিতেছি। সেইজন্য আ মর'া একস'ঙ্গে অবসর গ্রহণ করার সি'দ্ধান্ত নিয়েছিলাম। পুরোটাই সুপরিকল্পিত ভাবনা ছিল।’
সিএসকে-র স'ঙ্গে দুবাই যাওয়ার পরেও দেশে ফিরে আসেন রায়না। ফলে তাঁর আইপিএল খেলা হয়নি। তবে ইদানিং উত্তর প্রদেশ দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য গা ঘামাচ্ছেন রায়না। এরপর তাঁর লক্ষ্য একটাই, ২০২১-এর আইপিএলে নিজেকে মেলে ধ’রা।