ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাকে নিয়ে বাজি ধরে অর্ধেক গোঁফ ছেঁটে ফেলতে হলো। বে'ঙ্গালুরুর অজয় নামক এক যুবক বাজি ধরেন- অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কদের সামনে ৩০ বলের বেশি টিকতে পারবেন না রোহিত শর্মা।
যদি ৩০ বলের বেশি খেল দেন রোহিত তবে অর্ধেক গোঁফ উড়িয়ে দেবেন, টুইটারে দিয়েছিলেন এমন প্রতিশ্রুতিও। রোহিত ৭৭ বল খেলে ২৬ রান করায় প্রতিশ্রুতি পালন করলেন অজয়, এবং টুইটারে পোস্ট করলেন সেই ছবিও। ভারতীয় ক্রিকেট ভক্তের এই পাগলামি নিয়ে চলছে ব্যাপক হাসিঠাট্টা।
ক্রিকেট নিয়ে বাজি ধ’রা কোনও বড় বি'ষয় নয়। কিন্তু আধা গোঁফ উড়িয়ে দেওয়ার বাজি সত্যিই বাড়াবাড়ি। তাও রোহিত শর্মা'র মতো তারকা ব্যাটসম্যানের ব্যর্থতা নিয়ে অজয় কী ভেবে বাজি রাখলেন সেটাই আশ্চর্যের।
এটা ঠিক, টেস্ট ফর্ম্যাটে বিদেশের মাটিতে প্রথমবার ভারতের হয়ে ওপেন করলেন রোহিত। তা সত্ত্বেও ৩০ বলের বাজি ধরে বোকামিই করে ফেলেছেন বে'ঙ্গালুরুর যুবকটি। এখন তার মূল্য চোকাতে হচ্ছে।