ছোট দলের বড় তারকা বলা হয় তাকে। পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বোলিং ঘূর্ণিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন তিনি। তিনি আফগানিস্তানের তারকা অলরাউন্ডার র'শিদ খান।
গত দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকে'টের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন র'শিদ খান। গত ১০ বছরে টি-টোয়েন্টি ক্রিকে'টে চমৎকার করেছেন রাশিদ খান। বর্তমানে তিনি টি-টোয়েন্টিতে এক নম্বর বোলার।
গত এক দশকে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬.১৪ ইকোনেমি রেট এবং ১২.৬২ গড়ে ৮৯ উইকেট নিয়েছেন তিনি। এত বড় অর্জনের পর এবার তাকে রাষ্ট্রীয় পদক দিতে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সাথে খুব শীঘ্রই র'শিদকে সম্মাননা দিবে আফগান ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, গত দশকের অর্ধেক সময়ে খেলে র'শিদ খান ১২.৬২ গড়ে ৮৯টি উইকেট শিকার করেছেন। সে সময়ে তিনি ৩ বার চার উইকেট ও ২ বার পাঁচ উইকেট নিয়েছেন।
র'শিদ ছাড়াও দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের মনোনয়ন পান অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), বিরাট কোহলি (ভারত), লাসিথ মালি'ঙ্গা (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত) ও ই মর'ান তাহির (দক্ষিণ আফ্রিকা)।