ব'ঙ্গবন্ধু টিটুয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছিল ২৪ তারিখে ৫ দল নিয়ে। গ্রুপ পর্ব শেষ হয়েছে, শেষ হয়েছে কোয়ালিফা’য়ারের ম্যাচ। এখন শুধু বাকি আছে টুর্নামেন্টের ফাইনাল টি।জেমকন খুলনা প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে গাজী গ্রুপ চট্টগ্রাম কে হারিয়ে।
এরপর গাজী গ্রুপ চট্টগ্রাম বেক্সিমকো ঢাকা কে বিদায় করে ফাইনালের ২য় দল হিসেবে যোগ দেয় খুলনার সাথে। আগামী ১৮ তারিখ ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে শীর্ষে থাকা ২ দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।
টুর্নামেন্টের প্রায় ফাইনাল পর্যন্ত চলে এলেও এতদিন জানা যায়নি টুর্নামেন্টের পুরষ্কার থাকবে কি ক্রিকেটারদের জন্য কিংবা দলের জন্য। তবে ঠিক ফাইনালের আগে বিসিবি ঘোষণা করলো টুর্নামেন্টের জন্য বরাদ্দকৃত পুরস্কারের পরিমাণ।
অবিশ্বা'স্য শোনালেও এটাই সত্য যে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত কিছু থাকছে না।শুধু চ্যাম্পিয়ন দলই নয়, কোন দলের জন্যই পুরষ্কার বরাদ্দ রাখেনি বিসিবি।
তবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড় পাবে দেড় লক্ষ টাকা করে পুরষ্কার।
রানার্সআপ দলের প্রতিটি সদস্য পাবে ৭৫ হাজার টাকা করে। যার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার, তিনি পাবেন ৩ লক্ষ টাকা। ফাইনালে ম্যাচ সেরার জন্য থাকছে এক লক্ষ টাকা। যদিও এখন পর্যন্ত ম্যাচ সেরা কে দেয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে।
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানও বোলারের জন্য থাকছে ২ লাখ করে টাকা। এছাড়াও স্পেশাল পারফরম্যান্সের জন্য ৪ ক্রিকেটারকে দেওয়া হবে ১ লাখ টাকা করে। স্পেশাল ক্যাটাগরি গু'লো 'হতে পারে সেরা ফিল্ডার, উইকেট কিপার, প্রমিসিং ক্রিকেটার, সেরা স্ট্রাইক রেট।
এক নজরে পুরস্কারসমূহ- ১ লাখ ৫০ হাজার- চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটার। ৭৫ হাজার টাকা- রানার্স আপ দলের প্রত্যেক ক্রিকেটার। ৩ লাখ টাকা- টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ১ লাখ টাকা- ম্যান অব দ্যা ফাইনাল। ২ লাখ টাকা- টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। ২ লাখ টাকা- টুর্নামেন্টের সেরা বোলার। ১ লাখ টাকা- স্পেশাল পারফরম্যান্স।অ্যাওয়ার্ড