উয়েফা চ্যাম্পিয়নস লিগের গু'রুত্বপূর্ণ ম্যাচে বায়ার্নের বিপক্ষে জয় তুলে নিয়েছে পিএসজি। বায়ার্নের মাটিতে ৩-২ গোলে জিতেছে তারা যার মধ্যে আবার নেইমা'রের রয়েছে জোড়া অ্যাসিস্ট।
লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে লিলের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন নেইমা'র। লাল কার্ডের পর তর্কেও জড়িয়েছিলেন তিনি। সেই লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং লাল কার্ডের পর তর্কে জড়ানোর জন্য আরও দুই ম্যাচ- সর্বমোট তিন ম্যাচ নি'ষি'দ্ধ করা হয়েছে নেইমা'রকে।