নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরও বিশ্বকাপ সুপার লিগে ভারত-পাকিস্তানের ওপরে ছিল বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের অবস্থান ছিল পাঁচ নম্বরে। পাকিস্তান ছিল আট' নম্বরে। বাংলাদেশকে পেছনে ফেলেছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশকে পেছনে ফেলল পাকিস্তান।
এর পরের অবস্থানগু'লোতে যথাক্রমে আছে— নিউজিল্যান্ড (৪), আফগানিস্তান (৫), বাংলাদেশ (৬), ওয়েস্ট ইন্ডিজ (৭), ভারত (৮), জিম্বাবুয়ে (৯), আয়ারল্যান্ড (১০), দক্ষিণ আফ্রিকা (১১), শ্রীলংকা (১২)। নেদারল্যান্ডস কোনো ম্যাচ না খেলায় কোনো পয়েন্ট পায়নি।