করো'নাভাইরাসের কারণে মাঠে গড়ায়নি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ২০২০ সালের আসর। আর এবার এ ম হা'মা'রি মোকাবিলায় উত্তর আমেরিকার লজিস্টিক্যালের চ্যালেঞ্জের কারণে বদলে দেয়া হয়েছে টুর্নামেন্টের আয়োজক দেশ।
প্রতি দলের স্কোয়াডে আইসিসির পূর্ণ ও সহযোগী দেশগু'লো থেকে নেয়া যাব'ে ১০ জন করে ক্রিকেটার। যেখানে ‘মা'রকি’ ক্যাটাগরিতে থাকবেন দুজন। কানাডার ছয়জন ক্রিকেটার অবশ্যই রাখতে হয় দলে। যেখানে তিনজন থাকেন ইমা'র্জিং ক্রিকেটার। এবারের আসরে মালয়েশিয়ার একজন করেও রাখতে হবে সব দলে।