দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারী পাকিস্তান। তিন ম্যাচের সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করে পুরস্কারও পেয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি ও জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শারজিল খান, মো হা'ম্ম'দ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মো হা'ম্ম'দ নওয়াজ, ফাহিম আশরাফ, মো হা'ম্ম'দ ওয়াসিম জুনিয়র, মো হা'ম্ম'দ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মো হা'ম্ম'দ হাসনাইন, হাসান আলী, আরশাদ ইকবাল, জাহিদ মাহমুদ এবং উসমান কাদির।