ক্রিস গেইল। বর্ণময় চরিত্র। মাঠে যিনি ঝড় তুলতে ভালোবাসেন তাঁর পক্ষে কোয়ারান্টিনে কা'টানো যে সমস্যার তাতে সন্দে'হ নেই। বিশেষ করে তিনি যখন পার্টি করতে বা নাচা-গানায় মজে থাকতে ভালোবাসেন। তবে কোয়ারান্টিনে অনেকের সুপ্ত প্রতিভার নিদর্শন আ মর'া দৈনন্দিন জীবনে দেখতে পাই, ক্রিস গেইলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তবে তিনি যেভাবে নাচলেন তা ব্যাটিং-মেজাজের স'ঙ্গে একেবারেই বেমানান।
গত আইপিএলে প্রথম দিকে গেইলকে মাঠে নামায়নি পঞ্জাব। তবে শেষ আট'টি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ৪১.১৪ গড়ে সংগ্রহ করেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪। রাজস্থান রয়্যালসের বিরু'দ্ধে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেই ম্যাচে পঞ্জাবকে হারের মুখ দেখতে হয়।