এখনও ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা। খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা এখনও রয়েছে এবং চালিয়ে যাব'েন এটা নিশ্চিত। এর অন্যতম কারণ ২০ বছর হলো যে ক্রিকেট তার জীবনে আবর্তিত হয়ে এসেছে, সেই ক্রিকেট ছাড়া তিনি নিজেকে চিন্তাই করতে পারেন না।
এখনও আমি ক্রিকেট নিয়ে ভাবি এবং প্রতিমূহুর্তে আমি ভেবেই চলেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিটি ম্যাচ আমি দেখেছি। সব কিছু বাদ দিয়ে আমি সকাল ভোর চারটায় খেলা দেখার জন্য উঠে বসে থাকি। জীবনের শেষ দিন পর্যন্ত ক্রিকেটকে ভালোবেসে যাব'ো।