নতুন প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইউরোপের জায়ান্ট ইতালির। তিন ধাপ এগিয়ে তারা উঠে এসেছে তালিকার সাত নম্বরে। উন্নতি হয়েছে আরেক দল ডেনমা'র্কের। দুই ধাপ উপরে উঠে তারা আছে দশে।
শীর্ষ ছয় দলে কোন পরিবর্তন আসেনি। যথারীতি এই ছয়টি দল হচ্ছে- বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।