এবারের আইপিএলে এক কোটি রুপিতে মোস্তাফিজকে তলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দলটির হয়ে খেলতে ইতোমধ্যেই ভারতে গেছেন কা'টার মাস্টার। তবে আইপিএল খেলতে গেলেও আদৌ খেলা হবে কি না, অর্থাৎ একাদশে সুযোগ পাবেন কি না সেটা নিয়ে আছে শঙ্কা। যদিও দলটির অন্যতম সেরা পেসার জোফরা আর্চারের দলে না থাকাতে মোস্তাফিজের সুযোগটাই থাকছে বেশি।
দীপের কথাকে স মর'্থন জানিয়ে আকাশ বলেন, ‘আমিও দীপের স'ঙ্গে একমত। ওরা বেন স্টোকস, জস বাটলার, ক্রিস মর'িস এবং মুস্তাফিজকে নিয়েই একাদশ সাজাবে।’
তবে দ্বিমত পোষণ করেছে সঞ্জয় মাঞ্জেরেকার। তিনি বলেন, ‘যেহেতু উনাদকাট আছে আমা'র মনে হয় না ওরা মুস্তাফিজকে বেশি ম্যাচ খেলাবে।’
উল্লেখ্য, এবারের আইপিএল শুরু হবে আগামী ৯ এপ্রিল। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।