জোফরা আর্চারের চোট একটু বাড়তি ভাবনায় ফেলেছে রাজস্থান রয়্যালসকে। মূলত ইংল্যান্ডের এই পেসারকে কেন্দ্র করেই আইপিএলের গেল কয়েক মৌসুমে পেস আ'ক্রমণ সাজিয়েছে দলটি। কিন্তু এবার শুরুর দিকে আর্চারকে পাচ্ছে না ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।
দীপ দাস বলেন, ‘আমি বলবো যেহেতু জফরা আর্চার নেই তাই রাজস্থানের উচিত অ্যান্ড্রু টাই অথবা মুস্তাফিজকে খেলানো। এটা না হলে মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টনকে খেলিয়ে একাদশে ভারতীয় দেশি পেসারদের রাখতে পারে দলটি।’
এই প্রস'ঙ্গে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ‘যেহেতু উনাদকাট আছে আমা'র মনে হয় না ওরা মুস্তাফিজকে বেশি ম্যাচ খেলাবে।দীপ টাই এবং মুস্তাফিজের মধ্যে একজনকে রাখতে বললেও আকাশ চোপড়া জানিয়েছেন, মর'িস এবং মুস্তাফিজকে ঘিরেই একাদশ সাজাবে রাজস্থান।
স'ঙ্গে বাকি দুই বিদেশি হিসেবে বেন স্টোকস এবং জস বাটলার থাকবেন ব্যাটিং শক্তি বাড়াতে। আকাশ বলেন, ‘আমিও দীপের স'ঙ্গে একমত। ওরা বেন স্টোকস, জস বাটলার, ক্রিস মর'িস এবং মুস্তাফিজকে নিয়েই একাদশ সাজাবে।