ক্রিকেটার না হলে ইসলামিক স্টেট বা আইএসআইএসের সদস্য 'হতেন ইংলিশ তারকা মঈন আলি—এক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। মুহূর্তের মধ্যে সেই টুইটকে ঘিরে শুরু হয় সমালোচনা। ওই টুইটের কারণে ক্ষু'ব্ধ হয়েছেন ইংলিশ ক্রিকেটারেরা। পরে অবশ্য টুইটটি মুছে দিয়েছেন তসলিমা নাসরিন।
এবার কঠিন হুশিয়ারি দিয়ে রাখলেন মঈনের বাবা মুনীর আলী। এ বি'ষয়ে তিনি বলেন, “আমা'র ছেলে মঈনের বিরু'দ্ধে তসলিমা নাসরিনের জঘন্য মন্তব্য পড়ে আমি 'হতবাক হয়েছি। তার টুইটটিতে তিনি তার মূল মন্তব্যটিকে ‘ব্য'ঙ্গাত্মক’ হিসাবে বর্ণনা করেছেন। আমি তাকে একটি অ'ভিধান নিতে বলব এবং ‘ব্য'ঙ্গাত্মক’ শব্দটির অর্থ দেখতে বলব। আমা'র মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদই বা কাকে বলে। তার এই মন্তব্য সম্পূর্ণ ইসলাম বিরু'দ্ধ। কোনও মানুষের আ'ত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মান না থাকলে সে এত নীচে নামতে পারে।”
উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমা'র ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে মঈন কেমন মানুষ।”– যোগ করেন তিনি।