সাকিব আল হাসানকে দল থেকে ছেড়ে দেওয়ার পরে আবার দলে টেনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের ছেলেকে আবারও ঘরে ফেরানোর জন্য কলকাতা কতটা মর'িয়া হয়ে উঠেছিল সেটা জানিয়েছেন, দলটির বিশ্লেষক এআর শ্রীকান্ত।
শ্রীকান্ত বলেন সাকিবকে তারা দলে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েছিলেন কারণ এই অলরাউন্ডার একাই দলটির তিন জন বিদেশি ক্রিকেটারের অভাব পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখেন। শ্রীকান্তের ভাষ্যমতে, স্পিনার সুনীল নারাইন, অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ব্যাটসম্যান ইয়ন মর'গানের ভূমিকা সাকিব একাই পালন করতে পারবেন। সেই সা মর'্থ্য সাকিবে আছে।
কলকাতার এই বিশ্লেষকের ভাষ্যমতে বোঝা যায়, নারাইনের ওপর দলটির আর আগের মতো ভরসা নেই। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ইঞ্জুরি ও ফর্মহীনতায় এইজন্য দায়ী। অ'পরদিকে, বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফর্ম করা সাকিবকেই যে কলকাতা বিকল্প হিসেবে দেখছে তা বলতে বৈকি।