ছয় বছর আগে শিরোপা ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেবার দলটিতে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদের সাথে সম্পর্ক শেষে আবার কেকেআরে ফিরেছেন সাকিব। একাদশে তার জায়গা নিয়ে শঙ্কা জাগলেও বিভিন্ন উৎস বলছে, দলটির সেরা একাদশে থাকছেন সাকিব।
সুনীল নারাইন এবারের আসরে নিয়মিত একাদশে জায়গা পাবেন না এমনটাই দেখা যাচ্ছে। মূলত তার বিকল্প হিসেবেই সাকিবকে দলে নেওয়া হয়েছে। এমনকি যদি পরিস্থিতি বিবেচনায় একজন বিদেশি পেসার কম খেলানো লাগে, সেক্ষেত্রেও অলরাউন্ডার সাকিব কাজে আসবেন।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষে গত আসরের মতোই এবারও ইনিংস উদ্বোধন করবেন শুবমান গিল ও রাহুল ত্রিপাটি। টপ অর্ডারে আরও থাকছেন নিতিশ রানা ও ইয়ন মর'গান। তারপরেই উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক। মিডল অর্ডারের শক্তি ও বোলিং বিভাগ সমৃ'দ্ধ করবেন আন্দ্রে রাসেল ও সাকিব। আরেকজন বিদেশি হিসেবে অজি পেসার প্যাট কামিন্স বা কিউই পেসার লকি ফার্গু'সনের থাকবেন।
দেশি ক্রিকেটারদের মধ্যে বোলিং বিভাগে থাকছেন প্রসিধ কৃষ্ণা ও হরভজন সিং। আরেকজন পেসার হিসেবে বরুণ চক্রবর্তীই প্রথম পছন্দ। তবে কমলেশ নাটরকোটি ও শিবম মাভীকেও ফেলে দেওয়া যাচ্ছে না।
ক্রিকবাজের মতে কেকেআরের সেরা একাদশ : শুবমান গিল, রাহুল ত্রিপাটি, নিতিশ রানা, ইয়ন মর'গান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স/ লকি ফার্গু'সন, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।