উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে রিয়াল মা'দ্রিদ। আর রিয়ালের এই বড় জয়ের নেপথ্যে আছে তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের মাত্র ২৭ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগু'ন করেন মা'র্কোস অ্যাসেনসিও। বিরতির পর ৫১ মিনিটে সালাহ একটি গোল পরিশোধ করেন। তবে ৬৫ মিনিটে ভিনিসিয়াস দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন।