আরও একবার বিতর্কের ঝড় তুললেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এবার ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কাঠগড়ায় উঠলেন। তিনি বলেছেন, ক্রিকে'টের স'ঙ্গে যুক্ত না থাকলে মঈন সিরিয়ায় গিয়ে জ'ঙ্গি সংগঠনে যুক্ত 'হতেন। তাঁর এমন মন্তব্যে ধুয়ে দিলেন সতীর্থ ক্রিকেটার জোফরা আর্চার।
আরেক টুইট বার্তায় তসলিমা আরও লিখেন, “মানবসমাজের অন্যতম বড় ট্র্যাজেডি হল নারীপন্থী বামপন্থীরাও নারীবিরোধী ইসলামিস্টদের স মর'্থন করেন।”
এই টুইটেরও কড়া জবাব দিয়ে আর্চার লিখেছেন, “এটা রসিকতা? কেউই তো হাসছে না, এমনকি তুমিও না। অন্তত টুইটটা ডিলিট তো করতে পারো।”