আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস, টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। তার পরিবর্তে চেন্নাইয়ের পছন্দ ছিল অজি পেসার বিলি স্ট্যানলেক ও ইংলিশ পেসার রিস টপলি।
বিলি স্ট্যানলেক এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলছেন, এবার তিনি দল পাননি। অন্য দিকে রিস টপলির এখনো আইপিএলে খেলা হয়নি, সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজে খেলেছেন ইংলিশ এই পেসার।
৯ এপ্রিল শুরু হবে আইপিএলের ১৪ তম আসরের খেলা, চেন্নাই সুপার কিংসের আইপিএল শুরু হবে পরেরদিন। ১০ এপ্রিল তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস, ম হে'ন্দ্র সিং ধোনির শেষ আইপিএল এটিই।