1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. afnafrahel@gmail.com : afnafrahel@gmail.com Sports : afnafrahel@gmail.com Sports
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৯:১২ পূর্বাহ্ন

তামিমের অবসরের সিদ্ধান্তে কপাল খুলছে আশরাফুলের!

  • সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭৪ পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে ডাবল ব্লাক ওয়াস খাওয়ার পর 'হতাশাময় নিউজিল্যান্ড সফর শেষ করে আগামী রোববার (৪ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড়মাসের সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। সবমিলিয়ে খালি হাতেই দেশে ফিরছে দল।

বাংলাদেশের এমন দুঃসময়ে আরেকটি দুসংবাদ দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকে'টের যেকোনো এক বা দুই ফরম্যাট থেকে আগামী ছয় মাসের মধ্যে অবসর নিতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

দেশের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তামিম জানান, ‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে তিনটা ফরম্যাট আমা'র মনে হয় না এক স'ঙ্গে খেলতে পারবো।

এটা সম্ভব নয়। তো আমা'র বেছে নিতে হবে সম্ভবত কোন দুটা ফরম্যাট আমা'র জন্য গু'রুত্বপূর্ণ বেশি।’ তামিম বলেন, ‘দলে প্রভাব বিস্তার করতে পারবো কোন দুই ফরম্যাটে। সেই দুই ফরম্যাটও আমা'র বেছে নিতে হবে।

এটা এখনও 'হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও 'হতে পারে। এমনও 'হতে পারে দুই ফরম্যাটে না খেলে এক ফরম্যাট খেলবো।’তবে তামিমের এমন সি'দ্ধান্তের উপর অনুমান করে বলা যায় তামিম যদি অবসর নিতে চান তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা তিনি টেষ্ট ক্রিকেট থেকেই অবসর নিবেন। এদিকে টেষ্ট ক্রিকে'টে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকে'টে।

তারই মধ্যে তামিমের এমন সি'দ্ধান্তের কারনে চিন্তার ছাপ পরতে পারে বিসিবির উপর। তবে তামিমের অবসর সি'দ্ধান্তে কপাল খুলতে পারে আশরাফুলের। এখন দেখা যাক অবহেলিত আশরাফুলকে নিয়ে কি সি'দ্ধান্ত নেয় বিসিবি?

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!