কোটি কোটি টাকা দিলেও এখন আর আইপিএল খেলার জন্য ক্রিকেটার মিলছে না। আর আইপিএলে এই অনাগ্রহের কারণ করো'নাভাইরাস। কেকেআরের নীতিশ রানা, দিল্লির অক্ষর প্যাটেল এবং আরসিবির দেবদূত পাডিক্কল করো'না আ'ক্রা'ন্তের তালিকায় নাম লিখিয়েছেন। ভাইরাসের কবলে পড়েছেন ওয়াংখেড়ের আট'জন গ্রাউন্ডসম্যানও।
ভারতে কোভিড সংখ্যা বৃ'দ্ধি পাওয়ায় সেই ক্লাবের তরফে অনুমতি দেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট ক্রিকেটারকে। আ মর'া হয়ত ওয়াইল্ড কার্ড ব্যবহার করে একজনকে শীঘ্রই নিতে পারি। তবে এই সমস্যা রয়েই যাব'ে।আইপিএল থেকে এর আগে নাম প্রত্যাহার করে হ্যাজেলউড জানিয়েছিলেন,
টানা বায়ো বাবলে কা'টানোর পর আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে এসেজ এবং টি২০ বিশ্বকাপে নামতে চান। সেই কারণেই আপাতত পরিবারের স'ঙ্গে সময় কা'টাবেন। তবে, এই দুঃখের মধ্যেও চেন্নাইয়ের দলকে একটু স্বস্তির খবর দিয়েছে রবীন্দ্র জাদেজা। সুস্থ হয়ে ফিট বাহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরু'দ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন তিনি।