ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে না পারলেও শ্রীলঙ্কা সিরিজে তাঁকে নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। কাঁধের চোট আগে থেকেই ভোগাচ্ছিল মুশফিককে। সেই স'ঙ্গে এবার যোগ হয়েছে আ'ঙ্গু'লের চোটও।
আমি যতটুক জানি মুশফিক ফিট হয়ে যাব'ে। আ মর'া ওকে পাব। আরও কয়েকটা জায়গায় চিন্তার বি'ষয় আছে। হাসান মাহমুদের ফিটনেস ইস্যু আছে, আ মর'া তার ফাইনাল রিপোর্ট আজকে বা কালকে পেয়ে যাব'ো।’ চলতি মাসের মাঝামাঝিতে শ্রীলঙ্কা সফরে যাব'ে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দ্রুতই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত ক্রিকেটারদের ফিটনেস ইস্যুর কারণেই এখনও দল দেয়া হয়নি বলে জানান বাশার। তবে ২/১ দিনের মাঝে রিপোর্ট হাতে পেলেই দল চূড়ান্ত করবেন নির্বাচকরা। এ প্রস'ঙ্গে বাশার বলেন, ‘ফিটনেস ইস্যুর কারণেই আ মর'া দলটা এখনো দিতে পারিনি। আজ-কালকের মধ্যে সবার রিপোর্ট পেয়ে যাব'ো। এরপরই দল চূড়ান্ত করে ফেলবো।