ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শিরোপা মিশনে নামা'র আগে নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টিম গোল্ডের বিপক্ষে আগে ব্যাট করছে টিম পার্পেল।
একই ওভারে সাজঘরে ফিরেছেন গু'রকিরাত মান। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বরুণ চক্রবর্তীর বলে সাজঘরে ফেরেন প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা টিম সেইফার্ট। এরপর ইনিংস বড় করতে পারেননি রাহুল ত্রিপাটিও।
এই দুই ওপেনারের বিদায়ের পর শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন সাকিব ও মান। তবে আইয়ারের এক ওভারে দুই উইকেট পড়ায় এখন কিছুটা ব্যাটিং বিপর্যয়ে কাটিংয়ের দল। প্রতিবেদন লেখার সময় টিম পার্পেলের সংগ্রহ ৪ উইকে'টে ৫৯ রান।
টিম গোল্ড: শুভমান গিল (অধিনায়ক), নীতিশ রানা, ভে 'ঙ্কে'টেশ আইয়ার, কারুন নায়ার, শেলডন জ্যাকসন, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা এবং একজন নেট বোলার।
টিম পার্পেল: টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গু'রকিরাত মান, সাকিব আল হাসান, বেন কাটিং, পবন নেগি, শিভাম মাভি, ভৈবব অরোরা, ওয়ারিয়ার এবং একজন নেট বোলার।