নিউজিল্যান্ডের বিপক্ষে একটি 'হতাশার সিরিজ কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। সেখানে প্রথমে তিন ওয়ানডে ম্যাচের পর একই সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচেও হোয়াইটওয়াশ 'হতে হয়েছিল টাইগারদের। তবে পুরো সিরিজ জুড়েই বাংলাদেশের ফিল্ডিং ছিলো যাচ্ছে-তাই। সহজ অনেক ক্যাচও মিস করতে দেখা গেছে তাদের।
নিউজিল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সিরিজেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ৩ ম্যাচে ২ উইকেট পেলেও বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট (৮.৪০) ছিল নাসুমের। তবুও জয়ের আশা ছিল তাদের। কিন্তু চেষ্টা করেও তারা পারেনি বলে মনে করেন নাসুম।
এ প্রস'ঙ্গে তিনি আরো বলেন, ‘আমা'দের একটা চিন্তাভাবনা ছিল যে আ মর'া ম্যাচ জিতব। কিন্তু হয় নাই, তাই এজন্য এ কথা। তারপরও আ মর'া চেষ্টা করছি। আমা'দের দ্বারা হয় নাই। আমি তো প্রথমেই বললাম, আ মর'া পারতাম, আমা'দের দ্বারা হয় নাই।’