ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী একজন ইসলাম ধ'র্মাবলম্বী। ধ'র্মবিশ্বা'সের কারণেই ম'দ্যপান করেন না তিনি। শুধু তাই নয়, নিজের ধ'র্মের প্রতি বিশ্বস্ত থাকতেই কোনো ম'দ্য প্রস্তুতকারক সংস্থাকে প্রমোটও করেন না এই ইংলিশ ক্রিকেটার।
আরসিবির জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি- সর্বদাই এই রীতি মেনে চলেছেন তিনি। সিএসকের নতুন জার্সিতে SNJ 10000 এর লোগো রয়েছে। চেন্নাইয়ের পানীয় সংস্থার SNJ-র শাখা সংস্থা এটি। মইনের আবেদন রেখেই সিএসকে তাঁর জার্সি থেকে সরিয়ে দিয়েছে সংশ্লিষ্ট লোগো।
আরসিবির পর এই নিয়ে দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান মঈন। টানা তিন মৌসুম আরসিবিতে খেলেছেন এই তারকা। কোহলিদের দলের হয়ে ১৯টি আইপিএল ম্যাচ খেলেছেন এখনো পর্যন্ত। ৩০৯ রান করার পাশাপাশি ১০টি উইকেটও নিয়েছেন।