নিঃসন্দে'হে বাংলাদেশ জাতীয় ক্রিকে'টের অন্যতম সেরা সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করেন তিনি। বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের উইকেটকিপিং ছেড়েছেন তিনি। তবে এখনো টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের উইকেটকিপিং করছেন তিনি।
“ আপনি বলতে পারেন লিটনের কথা বা মিঠুন, কিংবা সোহান। কিন্তু মুশফিক ১৫-১৬ বছর ধরে কিপিং করছে। সে কিপিং করবে নাকি করবে না, সেটা বিবেচনার ভার তারই। এই অধিকার সে অর্জন করেছে। আমি এটা অনুভব করি।”
এই মুহূর্তেই মুশফিকুর রহিমকে সরাতে চান না অধিনায়ক তামিম ইকবাল। তবে উইকেটকিপিংয়ের সি'দ্ধান্তটা মুশফিকের ওপর ছেড়ে দিলেন তামিম। সেই সাথে সব সময় মুশফিকুর রহিমের সাথে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
“ সে যদি কিপিং চালিয়ে যেতে চায়, অধিনায়ক হিসেবে আমি অবশ্যই তাকে স মর'্থন দেব। কারণ, আমি জানি, সে কতটা কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, হয়তো দু-একটা ভুল হয়ে যাচ্ছে। কিন্তু ভুল সবাই করি আ মর'া। আমি এমন নই যে তাকে গিয়ে বলব, ‘না, তোমাকে কিপিংয়ে চাই না।’ আমা'র স মর'্থন তার থাকবে।”
“ তার পর সে করতে চায় নাকি চায় না, এটা তার ব্যাপার। কারণ আমি নিশ্চিত, আমি যেমন দলের ভালোর কথা ভাবছি, সেও সেটা ভাবে। তার যদি মনে হয়, তার চেয়ে ভালো কিপার দলে আছে, তাহলে সেটা তার সি'দ্ধান্ত। যদি চালিয়ে যেতে চায়, সেখানেও পাশে থাকব। লোকে করতেই পারে (সমালোচনা), আমা'র নিয়ন্ত্রণে নেই। তবে আমা'র টিমমেটের পাশে থাকবো