এমন কঠিন কোয়ারেন্টিন আগে কখনো পালন করতে হয়নি সাকিব আল হাসানকে। ব'ঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বা ক্যারিবীয় সিরিজে ছিলেন সতীর্থদের কাছাকাছি। আইপিএল খেলতে রীতিমত একা থাকতে হচ্ছে একটি কক্ষে, টানা ৭ দিন। কোয়ারেন্টিনের শেষদিকে এসে যেন হাঁপিয়ে উঠেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
খানিক বাড়তি শ্রমেই ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব, তা স্পষ্ট স্মিথ হাসিতেই। কলকাতার আয়োজনে লাইভ চ্যাটে সাকিব জানালেন, ‘ফোনেই বেশি সময় কাটছে। মুভি দেখছি। টিম ট্রেনারের পরা মর'্শে একটু এক্সারসাইজ করি রুমের মধ্যে। খাচ্ছি, ওজন একটু বেড়ে যাচ্ছে। কঠোর শ্রম করতে হবে ওজন কমাতে হলে।
কোয়ারেন্টিনে বসে সাকিব চেখে নিয়েছেন প্রিয় ভারতীয় খাবারও। তবে মাত্র একবার, কারণ ওজন নিয়ে দুশ্চিন্তা! তিনি বলেন, ‘বাঙালি খাবার তো সবই আমা'র পছন্দ। ভারতীয় প্রিয় খাবার মাসালা দোসা। গত ৭ দিনে একবার খেয়েছি। তাদের বলেছি, আমাকে একবার মাসালা দোসা খেতে দেবেন প্লিজ। এই একবারই খেয়েছি।