আর মাত্র কয়েকদিন পর বেজে উঠবে আইপিএল দামামা। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪তম আসর। এবার কিন্ত শুধু সাকিব আল হাসান নন, তার সাথে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কা'টার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই বাহাতি পেসার খেলবেন রাজস্থাম রয়েলসের হয়ে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ রয়েছে দ্য ফিজ- এর ভক্তের জন্য।
এক কোটি রুপি ভিত্তিমূল্যে দ্য ফিজ কে দলে ভিড়িয়েছ রাজস্থান রয়্যালস্। কিন্ত সংশয় দেখা দিয়েছে মোস্তাফিজের খেলা নিয়ে। বিশেষ সূত্রে জানা গেছে, রাজস্থানের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ । দ্বিতীয় ম্যাচে খেলাও অনেকটা অনিশ্চিত।
না খেলার পেছনে কারণ একটাই। আর তা হলো কোয়ারেন্টিন। করো'নার কারণে সব টুর্নামেন্টই তো এখন হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে, আইপিলও এর বাহিরে নয়। কিন্তু মোস্তাফিজের কোয়ারেন্টিন শেষ করে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে ঢুকতে রাজস্থানের প্রথম ম্যাচ শেষ হয়ে যাব'ে। তাই প্রথম দুই ম্যাচ খেলা হচ্ছে না তার।
আইপিএলের সব দল এখন অবস্থান করছে জৈব সুরক্ষা বলয়ে। মোস্তাফিজকে দলে যোগ দেওয়ার আগে নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে । এই কারণেই রাজস্থানের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না এই বাঁহাতি পেসার। ১২ এপ্রিল শুরু হচ্ছে রাজস্থানের আইপিএল যাত্রা। ম্যাচ হবে মুম্বাইতে।
এরপর এই সাত দিনের কোয়ারেন্টিন পর্বে যদি কোনো সমস্যা হয়ে থাকে , তাহলে আরও কয়েক দিন কোয়ারেন্টিনে থাকতে 'হতে পারে মোস্তাফিজকে। যদি তাই হয়, তবে ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টুর্নামেন্টে রাজস্থানের দ্বিতীয় ম্যাচেও দেখা যাব'ে না দ্য ফিজকে।
অন্য দিকে হাতের চোটের কারণে রাজস্থানের হয়ে আইপিএলের শুরুর দিকের কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না ইংল্যান্ডের জফরা আর্চার। তাই মোস্তাফিজও খেলতে না পারলে প্রথম এক-দুই ম্যাচে মূল দুই বিদেশি পেসারের খেলা থেকে বঞ্চিত 'হতে যাচ্ছে রাজস্থান।