আইপিএলের এক সপ্তাহও বাকি নেই। চোটের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। এর মধ্যে ফের দুঃসংবাদ দিল্লি শিবিরে। করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন দলটির তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
দুর্ভাগ্যজনকভাবে অক্ষর প্যাটেল করো'না পজিটিভ চিহ্নিত হয়েছেন। আইসোলেশনে রাখা হয়েছে তাকে। প্রোটোকল মেনে চলা হচ্ছে। বিসিসিআইয়ের প্রোটোকল অনুযায়ী নমুনা সংগ্রহের দিন থেকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে অক্ষরকে।
ফলে আইপিএলের প্রথম দিকের কয়েকটা ম্যাচে মাঠে নামতে পারবেন না দিল্লি তারকা। এর আগে কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা টিম হোটেলে যোগ দিয়েই করো'না পজিটিভ হিসেবে ধ’রা পড়েন। তাকেও প্রোটোকল মেনে হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে রানার করো'না রিপোর্ট নেগেটিভ আসে।