শুরু 'হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকে'টের অন্যতম সেরা টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এই আসরকে ঘিরে ইতোমধ্যে অনুশীলনে যোগ দিতে শুরু করেছে দলগু'লো। বিদেশি ক্রিকেটাররাও অধিকাংশ পাড়ি জমিয়েছেন ভারতে। আইপিএলের এই আসরে পুরনো দলে আবারও ফিরেছেন সাকিব আল হাসান।
সুনীল নারাইনের ফর্মহীনতাও সাকিবের অন্তর্ভূক্তির অন্যতম কারন। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে একাদশে থাকতে পারেন অ'ভিজ্ঞ দীনেশ কার্তিককে। টপ অর্ডারে ব্যাটিংয়ে শুভম্যান গিল ও রাহুল ত্রিপাঠি 'হতে পারেন সেরা পছন্দ। অন্যদিকে বোলিং বিভাগে সাকিব, রাসেল, কামিন্সদের সাথে যোগ দিতে পারেন শিভাম মাভি কিংবা কুলদীপ যাদবরা।
এক নজরে হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশ শুভম্যান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর'গান, নিতিশ রানা, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, দীনেশ কার্তিক, প্র'শিধ কৃষ্ণা, কমলেশ নাগরকুটি/শিভাম মাভি।
প্রস'ঙ্গত, সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের সর্বশেষ ৫ দেখায় ৩টি ম্যাচ জিতে নিয়েছে কলকাতা। আর বাকি দুই ম্যাচে জয়ের হাসি ছিল হায়দ্রাবাদের। সর্বশেষ দুই দলের মধকার ম্যাচটি ড্র হলে সুপার ওভারে ওই ম্যাচ জিতে নিয়েছিল কলকাতা।