বাংলাদেশের জাতীয় দল নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন প্রধান কোচ রাসেল ডমি'ঙ্গো। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও এতে সায় ছিল। তবে দেশ ও দেশের বাইরে সেই পরীক্ষা ডাহা ব্যর্থ হওয়ার পর আবারও পুরনো রূপে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দলের কাঠামো। সাকিব ফিরছেন পুরনো পজিশনে। সৌম্য সরকারকে ‘ফিনিশার’ বানানোর উদ্যোগও থেমে গেছে।
অধিনায়ক তামিম অবশ্য জানিয়েছেন, তারা সৌম্যকে নিয়ে একটা সি'দ্ধান্ত আসতে যাচ্ছেন। সৌম্যকে হয় সাতে খেলতে হবে, কিংবা ওপেনিং আর ওয়ান ডাউনে সুযোগ পেতে বাকিদের স'ঙ্গে লড়াই করতে হবে। তিনে তার প্রতিদ্বন্দ্বী বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব। ওপেনিংয়ে দুই সেট ওপেনার স্বয়ং তামিম ইকবাল আর লিটন দাস। সৌম্যর জন্য তাই দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেল। আসন্ন সিরিজেই সৌম্যকে নিয়ে দলের ভাবনার প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন তামিম।