বাংলাদেশের অন্যতম ধা'রাবাহিক ব্যাটসম্যান হিসেবে ধ’রা হয় তামিম ইকবালকে। তিন ফরম্যাটেই এই ওপেনারের বিকল্প এখনও খুঁজে পায়নি বাংলাদেশ। এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘অলরাউন্ডারকে’ দেয়া এক সাক্ষাৎকারে এই বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ক্যারিয়ার লম্বা করতে এক বা দুই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেমেন তিনি।
যদিও এই সু'দ্ধান্ত এখনও 'হতে পারে বা এক বছর পরেও। এ প্রস'ঙ্গে তামিম বলেন, ‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই তাহলে তিনটা ফরম্যাট আমা'র মনে হয় না এক স'ঙ্গে খেলতে পারব। এটা সম্ভব নয়। তো আমা'র বেছে নিতে হবে সম্ভবত কোন দুইটা ফরম্যাট আমা'র জন্য গু'রুত্বপূর্ণ বেশি।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত দলে প্রভাব বিস্তার করতে পারব কোন দুই ফরম্যাটে। ওই দুই ফরম্যাট আমা'র বেছে নিতে হবে। এটা এখনও 'হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও 'হতে পারে। এমনও 'হতে পারে দুই ফরম্যাটে আমি না খেলে এক ফরম্যাট খেলব।’ সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন তামিম।
এই সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এই ওপেনার। দেশে ফিরেই এবার অবসরের ই'ঙ্গিত দিলেন তিনি। টেস্টে মানানসই পারফরম্যান্স করলেও সীমিত ওভারের ক্রিকে'টে তাঁর ধীর গতির ইনিংস সমালোচনা কুড়িয়েছে সম্প্রতি। তবে এমন ব্যাটিং করেও ব্যাট হাতে বেশ সফল হচ্ছেন তামিম। নিয়মিতই দেখা পাচ্ছেন বড় রানের। তবে কোন ফরম্যাট থেকে তামিম অবসর নিচ্ছেন এই বি'ষয়ে খোলাসা করেননি তিনি।