বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 'হতাশাময় একটি রাত পার করলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ঘরের মাঠে এদিন উত্তর মেসিডোনিয়ার কাছে ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে জোয়াকিম লো-র দল।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া জার্মানি দারুন আ'ত্মবিশ্বা'স নিয়েই নিজ মাঠে অতিথ্য দেয় মেসিডোনিয়াকে। আগের দুই ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অখ্যাত এক দলের কাছেই নাস্তানাবুদ হলো ডাইমেনশেফটরা।
জার্মানির বিপক্ষে ম্যাচের প্রথমা'র্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে পান্দেব গোল করে মেসিডোনিয়াকে এগিয়ে দেন। তবে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গু'ন্দোগান জার্মানীকে সমতায় ফেরান।
১-১ গোলে চলমান ম্যাচের ৮৫ মিনিটে এলমাস গোল করে ফের এগিয়ে দেন মেসিডোনিয়াকে এবং এই গোলটি হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।