২০২২ সালের জুনে পিএসজির স'ঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাব'ে। তাই এমবাপ্পের স'ঙ্গে নতুন চুক্তির জন্য চেষ্টা করছে ফ্রান্সের ক্লাবটি। কিন্তু কোন ভাবেই সমঝোতায় আসতে পারছেনা প্লেয়ারের স'ঙ্গে।
কিছুদিন আগে এমবাপ্পে এক সাক্ষাৎকারে জানিয়েছিল যে, আমা'র ভবি'ষ্যত নির্ধারণের জন্য আমি একটু সময় নিচ্ছি। যদি আমি পিএসজির স'ঙ্গে এখন চুক্তি করি, তার অর্থ হচ্ছে আমাকে আরও অনেক দিন এখানে থাকতে হবে।
কিলিয়ান এমবাপ্পে সেটাই আর চাচ্ছেনা। অনেক দিন পিএসজিতে থাকতে রাজি নন তিনি। সামনে মৌসুমেই ক্লাব ছাড়তে চান এবং আসতে চান রিয়াল মা'দ্রিদে।
তাই পিএসজির পক্ষ থেকে বার বার অফার করা হলেও সেগু'লো ফিরিয়ে দিচ্ছেন। এবিসি রিপোর্ট দাবী করেছে যে, পিএসজির পক্ষ থেকে করা চতুর্থ অফারটিও প্রত্যাখ্যান করেছে এমবাপ্পে। সেই অফারে এমবাপ্পের বেতন ছিল ২৫ মিলিয়ন ইউরো।