নেপিয়ারে বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস প'দ্ধতিতে টার্গেট নিয়ে রীতিমতো হয়ে গেল বিশাল এক ‘নাটক’। প্রথমে শোনা গেল, বৃষ্টির কারণে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৪৮ রান। সেই লক্ষ্য মাথায় নিয়ে ব্যাটিংয়েও নেমে গিয়েছিল টাইগাররা। ৯ বলে দলের রান যখন বিনা উইকে'টে ১২, তখনই খেলা বন্ধ করে দিল আম্পায়াররা। নতুন করে খবর এলো টার্গেটের হিসেবে ভুল হয়েছে। ডাকওয়ার্থ প'দ্ধতিতে জিততে হলে ১৬ ওভারে করতে হবে ১৭১ রান করতে হবে বাংলাদেশকে।
ইস শোধির এক ওভারে পর পর দুই ছক্কায় নেন ১৯ রান। একটা সময় সৌম্যের রান দাঁড়ায় ১৫ বলে ৪০। মনে হচ্ছিল ১৪ বছর আগে করা আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিবেন। কিন্তু সেটি সম্ভব হয়নি কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে। পরের ১০ রান করতে ১০ বল খেলতে হয় সৌম্যকে। ২৫ বলে তুলে নেন ফিফটি। এরপরই ২৭ বলে ৫১ করে বিদায় নেন তিনি।
কিছুক্ষণ বাদেই ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নেন নাইম শেখও। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর ১২ বলে ২১ রান ছাড়া কেউই তেমন রান করতে পারেননি। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করলেও আফিফ ফেরেন এবার ৪ বলে ২ করে। শেষ দিকে মাহাদি হাসান ৬ বলে ১২ রানে অ'পরাজিত থাকলেও তাতে কেবল ব্যবধানই কমেছে।
কিউইদের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, হা'মিষ বেনেট ও আদম মিলনে।
এর আগে টস জিতে মেঘলা আকাশের নিচে নিউজিল্যান্ডকে ব্যাট করতে দিয়ে চাপেও ফেলেছিল বাংলাদেশ। ৫৫ রানে তুলে নিয়েছিল ৩ উইকেট। কিন্তু গ্লেন ফিলিপসের ৩১ বলে ৫৮ আর ড্যারেল মিচেলের ১৬ বলে ৩৪ রানে বড় পুঁজি পেয়ে যায় কিউইরা।
সংক্ষি'প্ত স্কোরঃ
নিউজিল্যান্ড:- ১৭৩/৫, (১৭.৫ ওভার)
ফিলিপ্স ৫৮*, মিচেল ৩৪*, গাপটিল ২১
মেহেদী ২/৪৫, শরিফুল ১/১৬
বাংলাদেশ:- ১৪২/৭ , (১৬ ওভার)
সৌম্য ৫১, নাঈম ২৮, মাহমুদউল্লাহ ২১
সাউদি ২/২১, ২/৩১