নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করে নিউজিল্যান্ডের দুই ওপেনার মা'র্টিন গাপটিল ও ফিন অ্যালেন।
৯ বলে ২ চারে ১৫ রান করে মো হা'ম্ম'দ মিঠুনের হাতে ধ’রা পরে ফিরেন কনওয়ে।দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিউইরা। এমন পরিস্থিতিতে হাল ধরেন উইল ইয়ং ও গ্লেন ফিলিপস। তবে সেই জুটিতে আঘা'ত হানেন মেহেদি হাসান।
মেহেদির একটি ডেলিভারি এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইয়ং। ১৪ রান করে ফিরেন তিনি। এরপর ম্যাচে বৃষ্টি আঘা'ত হানলে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে।বৃষ্টি শেষে মাঠে নেমে আরও একটি উইকেট তুলে নেন মেহেদি। এবার তিনি ফেরান মা'র্ক চ্যাপম্যানকে। মেহেদির বলে তার হাতেই তালুব'ন্দি হয়ে ৭ রান করে ফিরেন চ্যাপম্যান।
এরপর মাঠে নেমে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন ডেরিল মিচেল। ফিপিলসকে নিয়ে রানের গতি দ্রুত বাড়াতে থাকেন তিনি। গড়েন দারুণ এক জুটি। এমন সময় ফের বৃষ্টি বাঁধায় পড়ে ম্যাচটি। ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের ইনিংস যদি পরিত্য'ক্ত হয় তাহলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াবে ১৭৯ রান। সিরিজে ফিরতে ১৭ ওভারে ১৭৯ রান করতে হবে টাইগারদের। ডেরিল মিচেল ১৬ বলে ৬ চারে ৩৪ ও ফিলিপস ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৮ রানে অ'পরাজিত আছেন।