আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ তার এই আইপিএল যাত্রা নিয়ে বহু কাণ্ড হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আরও বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সফর দুই দেশের জন্যই ফল বয়ে আনবে।’ এ সময় ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বগু'ণের প্রশংসা করেন সাকিব, ‘তিনি ভারতের হয়ে যে নেতৃত্ব দেখিয়েছেন, সেটি এক কথায় অসাধারণ।
আমি মনে করি, তার মাধ্যমে ভারতের ভবি'ষ্যৎ আরও সমৃ'দ্ধি অর্জন করবে। একই স'ঙ্গে আশা করি, দিন যত গড়াবে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।’
এই বক্তব্য দেওয়ার পর সাকিবের উপর বেশ চটেছেন আসিফ নজরুল । তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিবকে উদ্দেশ্য স্টাটাস দিয়ে বলেন, সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে যত বড় হয়েছে, মানুষ হিসেবে ততোই নীচে নেমেছে ।