1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. afnafrahel@gmail.com : afnafrahel@gmail.com Sports : afnafrahel@gmail.com Sports
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

খুব আফসোস লাগছে: পাপন

  • সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩৫ পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ৫ উইকে'টে ম্যাচ হারায় দুঃখপ্রকাশ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এটা খুবই আফসোসের বি'ষয় বলে মন্তব্য করেছেন তিনি।

ম'ঙ্গলবার যমুনা নিউজকে পাপন বলেন, খুব আফসোস লাগছে এভাবে ম্যাচ হারায়। জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম আ মর'া। কিন্তু কয়েকটা ক্যাচ মিস। তবে যেভাবে শেখ মেহেদি বল করলো, অসাধারণ।

পারফরমেন্স প্রস'ঙ্গে পাপন বলেন, তামিম ভালো ব্যাট করেছে। মিঠুনের ইনিংসটা দেখার মত ছিলো। প্রথম ম্যাচে ওভাবে হারের পর যেভাবে ওরা ফিরেছে এটা ভালো ছিলো। আমি প্রথম ম্যাচের পর সবার সাথে কথা বলেছি। সাহস দেয়ার চেষ্টা করেছি। আমা'র বিশ্বা'স ওরা পারবে। টি-২০ তে আ মর'া জিতবোই, দেখেন ওয়ানডেও একটা ম্যাচ জিততে চাই।

সাকিবের সাথে দেখা হলে তার সাম্প্রতিক মন্তব্যর বি'ষয়ে কী বলবেন এমন প্রশ্নর উত্তরে পাপন বলেন, আমা'র মাথায় এখন এসব একদম নেই। এসব নিয়ে পরে ভাবা যাব'ে। এখন শুধু সিরিজ। ক্রিকেটাররা মাঠে খেলছে ওদের পাশে থাকা আমা'র দায়িত্ব।

পাপন বলেন, আবার কথা বলতে হবে ওদের সাথে। তামিমের সাথে কথা বলেছি। ওর মন খুব খারাপ। তবুই বলেছি সাহস রাখতে। সিরিজ তো শেষ হয়ে যায়নি।

প্রস'ঙ্গত, ক্রিকে'টের সেই প্রাচীন প্রবাদ- ‌’ক্যাচ মিস তো ম্যাচ মিস’‌- আরেকবার সত্যি করে নিউজিল্যান্ডের সাথে পাঁচ উইকে'টে হেরেছে টাইগাররা। ম'ঙ্গলবার ক্রা'ইস্টচার্চে মুশফিকুর রহিম'দের ক্যাচ মিসের হিসেবে ১০ বল বাকি থাকতেই ৫ উইকে'টের সহজ জয় তুলে নেয় কিউইরা।

বাংলাদেশ- ২৭১/৬, ৫০ ওভার (তামিম ৭৮, মিঠুন ৭৩, মুশফিক ৩৪, সৌম্য ৩১, সান্টনার ২/৫১, জেমিসন ১/৩৬, হে'নরি ১/৪৮, বোল্ট ১/৪৯)

নিউজিল্যান্ড- ২৭৫/৫, ৪৮.২ ওভার (গাপটিল ২০ , নিকোলস ১৩, কনওয়ে ৭২, উইলি১, ল্যাথাম ১১০, নিশাম ৩০,মিচেল ১২, মেহেদি ২/৪২, মোস্তাফিজ ৬২/২)

ম্যান অফ দ্যা ম্যাচ: টম ল্যাথাম।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!