নিঃসন্দে'হে সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে কিংবা বল হাতে সমানে লড়ে যাচ্ছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে চোখ ধাঁধান পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সাকিবকে নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপে সাকিবের ব্যাটিং পজিশনের পরা মর'্শটা দিয়েছিলেস ডি ভিলিয়ার্সই। মুলত ডি ভিলিয়ার্স মনে করেন, বিশ্বের সেরা ব্যাটসম্যান যদি 'হতে হয় টপ ফোরে ব্যাট করতে হবে। আর সাকিবকে অন্যতম সেরা ব্যাটসম্যান মনে হওয়াতেই তিনি এ পরা মর'্শ দেন। এ দিক থেকে তিনি সাকিবের সাথে নিজেরও মিল খুঁজে পান।
ভিলিয়ার্সের ভাষ্যে, ‘আমিও অনেকটা এমনই ছিলাম। কারণ আমি উইকেটরক্ষকের ভূমিকা পালন করতাম, আবার ব্যাটিংয়ে নামতাম। তবে সাকিব একজন অলরাউন্ডার ব্যাটসম্যানের চেয়েও ভালো কিছু। এটাই মূলত আমি তাঁকে বলেছিলাম। আমি মনে করি বিশ্বের সেরা ব্যাটসম্যানরা টপ ফোরে খেলে থাকে। আর আপনি যদি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান 'হতে চান তাহলে আপনাকে এর মধ্যে খেলতে হবে এবং চাপ মাথায় নিয়ে ব্যাটিং করতে হবে। তাহলে পরবর্তী লেভেলে আপনার ব্যাটিং নিয়ে যেতে পারবেন।’
তার পরা মর'্শে বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটিং করে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ এর বেশি রান ও ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন সাকিব। আর সাকিবের এমন পারফরম্যান্স দেখে খুশি হয়েছিলেন এবি ডি।
ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি মোটেই অবাক হইনি সাকিবকে তিন নম্বরে সেরা খেলাটা খেলতে দেখে। সে চাপের মুখে খেলেছে, তাঁর স্কিল রয়েছে এবং আমি অনেক খুশি হয়েছি যে সে এই সুযোগটি পেয়েছে। আপনি অবশ্য টেস্ট ফরম্যাটে দেখবেন যে সে কত কম রান দিল কিংবা কত ওভার করলো, তিন নম্বরে ব্যাটিং করতে পারবে কিনা, ৪০ ওভার বোলিং করতে পারবে কিনা। তবে এগু'লো অন্য বি'ষয়। সে যেভাবে অস্বাচ্ছন্দ্যের জায়গায় খেলেছে এবং ভালো করেছে সেটা আমা'র কাছে দারুণ লেগেছে।’