ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। গতরাতে অলিম্পিক লিওকে তাদেরই ঘরের মাঠে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসী জায়ান্টরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে দলটি।
লিওর মাঠে হওয়া এই ম্যাচের ১৫তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগু'ন করেন দানিলো পেরেইরা। বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকে পচেত্তিনোর দল।
বিরতির পর ৪৭তম মিনিটে ডি মা'রিয়া গোল করে ব্যবধান করেন ৩-০। ৫২ মিনিটে এমবাপে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে বড় লিড এনে দেন।
চার গোল হজমের পর দুটি গোল পরিশোধ করে লিও। ম্যাচের ৬২ ও ৮১ মিনিটে গোল দুটি পরিশোধ করে তারা। কিন্তু এই দুই গোল কেবল হারের ব্যবধানই কমায়।