আর্জেন্টিনা ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা মা’রা গেলেন। গত ৩০ অক্টোবর ৬০তম জন্ম’দিন পালন করেন তিনি। কয়েক দিন পরই অ’সুস্থ হয়ে হাসপাতা’লে ভর্তি হন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। করা হয় মস্তিষ্কে অ’স্ত্রোপচার। সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। কিন্তু হার্ট অ্যাটাকে না ফেরার দেশে চলে গেলেন ম্যারাডোনা।
১৯৯৪ সালে আর্জেন্টিনার সুপারস্টার দিয়েগো ম্যারাডোনার ফুটবল কেরিয়ারে নেমে এসেছিল বিশাল এক বিপর্যয়। তার শরীরে নি'ষি'দ্ধ বলবর্ধক ধ’রা পড়ায় তাকে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হয়েছিল খুবই ম’র্মা’ন্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে।
১৯৯৪ সালের ৩০শে জুন আ’মেরিকায় বিশ্বকাপের আসরে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক চরম নাট’কী’য় ঘোষণায় জানায় ম্যারাডোনার মূত্রের নমুনা পরীক্ষায় বলবর্ধকের উপস্থিতি প্রমাণিত হয়েছে। অ’তএব আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা- নাইজেরিয়া ম্যাচে নি'ষি'দ্ধ বলবর্ধক ব্যবহারের নিয়মবিধি লংঘন করায় তাকে খেলা থেকে বহিষ্কার করার সি'দ্ধান্ত নেওয়া হয়েছে।