আইপিএলের নিলামে চড়া মূল্যে বিক্রি হওয়াকে খেলোয়াড়দের কাছে অন্যরকম চাপ বলে মনে করছেন অস্ট্রেলিয়ার গতি তারকা প্যাট কামিন্স। তবে দামের তুলনায় ভালো পারফরম্যান্সের কোন গ্যারান্টি দেওয়াও সম্ভব নয় বলে মনে করছেন তিনি।
বিশ্বের জনপ্রিয় এ লিগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বেশি দামে বিক্রিত হওয়া অন্যতম খেলোয়াড় তিনি। ২০১৯ সালের আইপিএলের সংস্করণে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ১৫.৫০ কোটি রুপিতে কিনে নেয়।
তবে সবচেয়ে বেশি দামে বিক্রিত হওয়া বিদেশি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মর'িস। এ বছর রাজস্থান রয়্যালস তাকে কিনে নেয় ১৬.২৫ কোটি ভারতীয় রুপিতে।
কামিন্স বলেন পেশাদার ক্রিকে'টে পারফর্ম করা নিয়ে একজন খেলোয়াড় সবসময় চাপে থাকে।
‘যেকোন জায়গায় যখনই আপনি পেশাদার ক্রিকেট খেলেন না কেন, আপনার মধ্যে অনেক বেশি চাপ অনুভূ'ত হবে। যদি আপনি ম্যাচে ভালো খেলেন, তবে পরের ম্যাচেও একই পারফরম্যান্স প্রদর্শন করার চাপ অনুভূ'ত হবে। যদি আপনি খারাপ খেলেন, তবে পরের ম্যাচে ভালো পারফর্ম করার জন্য চাপ থাকবে,’ আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন কামিন্স।
‘আমা'র মনে হয় এমন নিলাম অন্যরকম চাপ এনে দেয়। আ মর'া শুধু নিজেদের মধ্যে চেষ্টা ও নিয়ন্ত্রণ করতে পারি। এমন না যে বেশি টাকা পেলে আপনার বলে বেশি সুইং হবে, কিংবা উইকে'টে বেশি সবুজ ঘাস থাকবে, বা বাউন্ডারিগু'লো বড় হবে।’