স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে শনিবার (২০ মা'র্চ)। ভোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে হবে গোড়াপত্তন, শেষ হবে সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। অন্যান্য সিরিজের মত এই সিরিজের খেলাও সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
এছাড়া দেশের প্রথম ও একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসেও দেখা যাব'ে বাংলাদেশের কিউই-বধের মিশন। টেলিভিশন চ্যানেলগু'লোর মধ্যে খেলাগু'লো সরাসরি সম্প্রচার করবে জিটিভিও।