অ'ভিষেকেই দারুণ ফিফটি হাঁকানো ইশান কিষানকে দেওয়া হলো বাদ, তার পরিবর্তে সুযোগ পেলেন সূর্য্যকুমা'র যাদব। আর সুযোগ পেয়েই বাজিমাত মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য্যকুমা'রের। দারুণ ফিফটিতে দলকে এনে দিলেন বড় সংগ্রহ। এরপর মুম্বাইয়ের আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বল হাতে গু'ড়িয়ে দিলেন ইংলিশদের। কোহলির না থাকাতে অধিনায়কত্বও করলেন মুম্বাই কাপ্তান রোহিত। বলা যায় মুম্বাই ইন্ডিয়ান্স তারকাদের দারুণ পারফর্মে ইংলিশদের হারিয়ে সমতা ফেরালো ভারত।
আহমেদাবাদে চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকে'টে ১৮৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৮ উইকে'টে ১৭৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সিরিজে ২-২ সমতায় ফিরল ইংল্যান্ড-ভারত।
ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ইংলিশদের। ১৫ রানের মধ্যেই ফেরেন ওপেনার জস বাটলার। বেশিক্ষণ টিকতে পারেননি মালান-বেয়ারস্টোরাও। একদিক আগলে রেখে লড়ে যান জেসন রয়। ২৭ বলে ৪০ রান করে পান্ডিয়ার বলে ফেরেন তিনি।
পরবর্তী আবারো জয়ের স্বপ্ন দেখান বেন স্টোকস। চার-ছক্কার ঝড় তুলে এগিয়ে নিতে থাকেন দলকে। কিন্তু ২৩ বলে ৪৬ রান করা স্টোকসকে বিদায় করে ম্যাচ ঘুরিয়ে দেন ঠাকুর। শেষ ওভারে জিততে ২৩ রান প্রয়োজন হলে একদিক আর্চার লড়লেও শেষ পর্যন্ত জেতাতে পারেননি। ১৬ রান তুলতে সক্ষম হন। ৮ বলে ১৮ রানে অ'পরাজিত থাকেন আর্চার।
সংক্ষি'প্ত স্কোরঃ
ভারত ১৮৫/৭(২০)
সূর্য্যকুমা'র ৫৭(৩১), আয়ার ৩৭(১৮)
আর্চার ৪/৩৩
ইংল্যান্ড ১৭৭/৮(২০)
স্টোকস ৪৬(২৩), রয় ৪০(২৭)
শার্দুল ৩/৪২, পান্ডিয়া ২/১৬