ইংল্যান্ড-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ ভাবিয়ে তুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। টেস্ট সিরিজ ঠিকঠাক হলেও করো'নার জন্য বন্ধের দাবী উঠেছে চলতি টি-টোয়েন্টি সিরিজ।
পাঁচ ম্যাচের এই সিরিজের তৃতীয় খেলা শেষ 'হতে না 'হতেই সিরিজ বন্ধের দাবি তুলেছেন ভারতীয়রা। ইতিমধ্যে করো'না সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের একাধিক জায়গায় লকডাউন দিয়েছে প্রশাসন।
লকডাউনের মধ্যে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ বন্ধ করা না হলে আ'ত্ম হ'ত্যার হু’মকি দিয়ে গু'জরাটের পু'লিশকে ফোন করেছেন এক ব্যক্তি।
ঐ ব্যক্তির এমন হু’মকিতে গু'জরাটের আহমেদাবাদে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কিত বিসিসিআই।
পু'লিশ জানায়, আহমেদাবাদ শহরের চাঁদকেডা থানায় গান্ধীনগরের পঙ্কজ প্যাটেলের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি সিনিয়র পু'লিশ অফিসার কেভি প্যাটেলকে ১২ মা'র্চ ফোন করে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজ বাতিল না করা হলে আ'ত্ম হ'ত্যার হু’মকি দেন।
পু'লিশ অফিসার বলেন, পঙ্কজ হু’মকি দিয়ে বলেছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ বাতিল না হলে সে আ'ত্ম হ'ত্যা করবে। শুধু তাই নয়, করো'না প্রতিরোধে ব্যর্থ হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালাগাল দেয় সে।