নির্বাচন জিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন হুয়ান লাপোর্তা। কিন্তু দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া লাপোর্তা বার্সেলোনার বর্তমান সময়টা ঠিক নিজের অনুকূলে পাচ্ছেন না। কেননা দলের সবচেয়ে বড় তারকা এবং অধিনায়ক লিওনেল মেসির বার্সেলোনায় থাকার বি'ষয়টি এখনও অনিশ্চয়তার মুখে।
তবে লাপোর্তা আশাবাদী, তিনি মেসিকে বার্সেলোনায় রাখতে পারবেন। ক্লাবের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রথম বক্তৃতায় মেসিকে বার্সেলোনায় থেকে যেতে রীতিমতো অনুরোধ করেছেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসিও। তাকে সামনে রেখেই এসব বি'ষয়ে খোলাখুলি কথা বলেছেন লাপোর্তা।
তিনি বলেন, ‘আমা'র প্রথম দায়িত্বকালে আমা'দের দলে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়রা ছিল। তবে তখন সাফল্য পেয়েছি কারণ আ মর'া সবাই স্থির ছিলাম। বার্সেলোনার ঐক্যটাই মূল। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, তারা যেন চিন্তা করে বার্সার জন্য কী করতে পারবে। সি'দ্ধান্ত নেয়ার জন্য আমি এখানে আছি।’
লাপোর্তা আরও যোগ করেন, ‘যেমন লিওনেল মেসিকে ক্লাবে থেকে যাওয়ার ব্যাপারে রাজি করানো। মেসি এখন এখানে উপস্থিত আছে। এর সুবিধা নিয়ে আমি বলছি, তুমি জানো, তোমা'র জন্য আমা'র ভালোবাসা কতটা এবং আ মর'া তোমাকে রাখার জন্য কত কী করতে পারি। তুমি জানো, তুমি যেতে পারবে না লিও।’
এসময় ক্লাবের দলীয় স'ঙ্গীতের কথা মনে করিয়ে লাপোর্তা বলেন, ‘আ মর'া এককভাবে কোনোকিছুই করতে পারব না। আমা'দের ক্লাবের অ্যান্থেমেই বলা আছে, আ মর'া সবাই মিলে শক্তিশালী। এমন কঠিন সময়ে এ কথাটি আরও বেশি সত্য। আ মর'া জানি, কীভাবে কী করতে হবে।’
করো'না ম হা'মা'রী কে'টে গেলে ক্লাবের অবস্থাও আগের মতো হয়ে যাব'ে এমনটাই আশা নতুন প্রেসিডেন্টের, ‘বর্তমান সময়টা কে'টে গেলে আমা'দের রেভিনিউ ফিরে আসবে। নেতৃত্বে শক্ত হাত থাকবে কারণ আমা'র সাথে সবাই সা মর'্থ্যবান। ক্লাবকে বাঁচিয়ে রাখতে এটিকেই নিজের জীবন বানিয়ে ফেলতে হবে। আ মর'া যত সম্ভব তা-ই করি।’