কেট ভদ্রলোকের খেলা বলেই পরিচিত৷ মাঝে মাঝে এর দৃষ্টান্ত দেখা গেলেও ক্রিকেট মাঠের বিতর্কিত আচরণের অ'ভিযোগ কম উঠেনি। এমনকি এর জন্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে শাস্তি ভোগ করলেও সেটা সম্প্রতি সময়ে খুব একটা কমেনি৷
তিন বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার-ক্যামেরন ব্যানক্রফটদের বল টেম্পারিং কাণ্ডের পর এক সমীকরণ তুলে ধরেছে উইজডেন। যেখানে দেখা যায় আইসিসির কোড অব কন্ডাক্ট ভ'ঙ্গ অর্থাৎ বিতর্কিত আচরণ করে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে ইংল্যান্ড। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ।
গত ৩৫ মাসে কোড অব কন্ডাক্ট ভে'ঙ্গে সবচেয়ে শাস্তি পেয়েছে ইংল্যান্ড (১২ বার)। এরপর ৯ বারই শাস্তি পেয়েছে বাংলাদেশ। ৮ বার পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ৩ বার, শ্রীলঙ্কা ৪ বার এবং ভারত ৫ বার কোড অব কন্ডাক্ট ভ'ঙ্গ করেছে।
তবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই ঘটনা ঘটিয়েছে ২ বার করে। সবচেয়ে কম নজির জিম্বাবুয়ের- ১ বার।