আগামী ২০ মা'র্চ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার রুবেল হোসেন। ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট।
২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কারিগরও রুবেল। হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে টাইগাররা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে এখনও জয়ের দেখা পায়নি তারা।
তবে এবার সেটা পরিবর্তন করতে চান রুবেল। কিউইদের এবার তাদের মাটিতে হারাতে চান তিনি। এ প্রস'ঙ্গে রুবেল বলেন, ইনশাআল্লাহ্, এবার অবশ্যই পারব। আমা'দের দলের এই সা মর'্থ্য আছে। সবাই নিজের সেরাটা দিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের পুরোনো অ'ভিজ্ঞতা নতুনভাবে কাজে লাগাতে চান রুবেল। দলে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান তিনি। রুবেল বলেন, সেই স্মৃ'তি স'ঙ্গী করেই নিজের সেরাতা দিতে চাই। আমা'র ভালো স্মৃ'তিগু'লো সাহস জোগাবে। ইনশাআল্লাহ সুযোগ পেলে আমা'র শতভাগ দেব। আমা'র সর্বোচ্চটা চেষ্টা করব।