দ্বিতীয় সন্তানের মা হলেন চলচ্চিত্র অ'ভিনেত্রী নাসরিন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে
তিনি ছেলে সন্তানের জন্ম দেন। আর এই খবরটি নিশ্চিত করেছেন নাসরিনের স্বামী মুস্তাফিজুর রহমান রিয়েল।
তিনি বলেন, দুপুরে নাসরিনের শারীরিক অবস্থা খারাপ ছিল। সেজন্য ডাক্তারের পরা মর'্শ নিতে এসেছিলাম। কিন্তু তৎক্ষণাত ডাক্তার অ'পারেশনের কথা বলেন।
অ'পারেশন শেষে নাসরিনের কোল জুড়ে জন্ম নেন এক ফুটফুটে পুত্র সন্তান। বর্তমানে নাসরিন এবং তার নবজাতক সন্তান ভালো আছেন।
২০১২ সালে বিয়ে করেন অ'ভিনেত্রী নাসরিন এবং অ'ভিনেতা-ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েল। ২০১৪ সালের প্রথম দিকে কন্যা সন্তানের মা হন নাসরিন।