ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। জনপ্রিয়তা এবং দর্শকচাহিদা
থাকা সত্ত্বেও বর্তমানে সিনেমায় একেবারেই যেন নেই এ নায়িকা। নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না তার।
অনেক আগে শুটিং করা থাকলেও সর্বশেষ এ তার অ'ভিনীত ’পৌষ মাসের পিরিতি’ ছবিটি মুক্তি পায় গত বছর। যা দর্শকদের কাছে পুরনো ছবি বলেই বিবেচিত হয়।
অবশেষে খরা কাটিয়ে আগামী মে মাসে প্রেক্ষাগৃহে আসছে এ নায়িকার নতুন ছবি। ছবির নাম ’সোনাবন্ধু’। ছবিতে তার বিপরীতে রয়েছেন ডিএ তায়েব। ছবিটি পরিচালনা করেছেন জাহা'ঙ্গীর আলম সুমন।
এরই মধ্যে এ ছবির সেন্সর ছাড়পত্রসহ সব কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এ ছবিতে বিধবা চরিত্রে দেখা যাব'ে পপিকে। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী তিনি।
এ প্রস'ঙ্গে পপি বলেন, ’ভালো গল্পের ছবির প্রস্তাব না আসায় এখন ছবিতে নিয়মিত অ'ভিনয় করা হয়ে উঠছে না। তবে ভালো গল্পের যা আমা'র চরিত্রের স'ঙ্গে মিলে যায় এমন ছবির প্রস্তাব এলে অ'ভিনয় করি। সোনাবন্ধু ভালো গল্পের একটি ছবি। তাই গল্পের প্রয়োজনেই এতে অ'ভিনয় করেছি। আশা করি, ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে স মর'্থ হবে।’